Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

সিটিজেন চার্টার

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মেঘনা, কুমিল্লা।

 

সেবা প্রতিষ্ঠানঃ-

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা।

উপজেলা সদর পরিবার পরিকল্পনা ক্লিনিক,     স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ- ৫ (পাঁচ) টি (অফিস সময়) ৮ টা হতে ২-৩০ টা।

ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিকঃ- চালিভাঙ্গাঃ- ১ (এক) টি (অফিস সময়) ৮ টা হতে ২-৩০ টা।

কমিউনিটি ক্লিনিকঃ- ১০ (দশ) টি স্থায়ী কেন্দ।

মাসিক স্যাটালাইট ক্লিনিকঃ- ৫০ (পঞ্চাশ) টি বাড়ীতে সম্পাদিত হচ্ছে।

সেবা সমূহঃ- স্থায়ী পদ্ধতিঃ-           ১। ভ্যাসেকটমী (NSV) পুরুষদের জন্য গ্রহীতার ভাতা ২০০০/- টাকা।

                                                ২। টিউবেকটমী মহিলাদের জন্য গ্রহীতার ভাতা ২০০০/- টাকা।

দীর্ঘ মেয়াদী পদ্ধতিঃ-                      ১। আই,ইউ,ডি (৮ বছর) মহিলাদের গ্রহীতার যাতায়াত ভাতা ১৫০ টাকা।

                                                     এবং ফলোআপ ভাতা = ৮০+৮০+৮০ (পর্যায়ক্রমে)।

                                                ২। ইমপ্লানন (৩ বছর) মহিলাদের যাতায়াত ভাতা ১৫০/- টাকা।

                                                     এবং ফলোআপ ভাতা = ৭০+৭০+৭০ (পর্যায়ক্রমে)।

অস্থায়ী পদ্ধতিঃ-                                ১। খাওয়ার বড়ি...........মহিলাদের জন্য বিনামূল্যে।

                                                ২। ইসিপি বড়ি ............মহিলাদের জন্য বিনামূল্যে।

                                                ৩। ইনজেকটেবল ........ ৩ মাস পর পর মহিলাদের জন্য বিনামূল্যে।

                                                ৪। কনডম পুরুষের জন্য ডজন প্রতি বিক্রয় মূল্যে ১/২০ টাকা।

গর্ভবতী মায়েদের পরিচর্যা ১ম, ২য়, ৩য় ও ততোধিক পরিদর্শন এবং বিনামূল্যে ডেলিভারী করানো।

ডেলিভারী/প্রসবঃ- সকল সেবা কেন্দ্রে এবং বাড়ীতে ডেলিভারী সেবা প্রদান।

গর্ভোত্তর যত্নঃ-১ম পরিদর্শন/পুনঃ পরিদর্শন, ডেলিভারী পরবর্তী রক্তক্ষরণ রোধে মিসোপ্রোষ্টোল ট্যাবলেট বিতরণ।

কিশোর কিশোরী পরিচর্যা, রক্ত স্বল্পতা/আয়োডিন ঘাটতি/STI/RTIপরিচর্যা।

সকল সেবা কেন্দ্রে এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বিদ্যমান ও বাস্তাবায়ন।

এম.আর ৬ সপ্তাহের মধ্যে বিনামূল্যে সম্পাদন।

শিশু পরিচর্যা (০-৫ বছর) এ.আর. আই/আয়োডিন/অপুষ্টি/রাতকানা/সাধারন রোগীর সেবা দান।

কমিউনিটি ক্লিনিকে প্রথমিক স্বাস্থ্য পরিচর্যা, সাধারণ রোগী ও শিশু সেবা দান।

পরবর্তী মাসের ১লা তারিখ উপজেলা অফিসে কাজের প্রতিবেদন প্রেরণ।

মাঠ পর্যায়ে কর্মীঃ-

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরের যাবতীয় পরিকল্পনা গ্রহন এবং সকলের সহযোগীতায় বাস্তবায়ন।

প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম অতি নিষ্ঠা ও দক্ষতার সাথে সম্পাদন।

বিদ্যালয়, ক্লিনিকে, ইপিআই সেশনে এবং অন্যান্য সকল সভা/বৈঠকে স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়ন এবং উদ্বুদ্ধকরণ।

অগ্রীম ভ্রমন সূচী মোতাবেক নিয়মিত বাড়ী বাড়ী এবং মাঠ পরিদর্শন ও খাবার বড়ি, কনডম, ইনজেকটেবল প্রয়োগ ও বিতরণঃ- আই ইউ ডি/ইমপ্ল্যানন/স্থায়ী পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সেবার জন্য প্রেরণ

যৌথ স্যাটালাইট ক্লিনিক এবং ইপিআই কাজে অংশ গ্রহন।

স্যাটালাইট ক্লিনিকে উপস্থিত ব্যক্তিগনকে সেবা প্রদান ও উদ্বুদ্ধ করন।

স্তর ভিত্তিক জনসংখ্যা এবং খানার হিসাব সংরক্ষণ।

কর্ম এলাকা/ইউনিটের জন্ম মৃত্যুর হিসাব সংরক্ষণ।

পরবর্তী মাসের ১লা তারিখে কাজের প্রতিবেদন উপজেলায় প্রেরণ।

nbsp;